বিবাহ নারী-পুরুষের সামাজিক বন্ধন। বিভিন্ন রীতি-নীতিতে বিভিন্ন ধর্মের ও জাতির এই কার্য সম্পন্ন হয়ে থাকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবাহ বন্ধনের ভিডিও ভাইরাল হয়েছে। জামাইকে কোলে নিয়ে শাশুড়ির তুমুল নাচের ভিডিওটি মাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক মাত্রায় ছড়িয়ে পড়েছে।
রিক্সা থেকে নেমে মা্-মেয়ে রাস্তা পারাবার জন্য অপেক্ষা করছিল, জনাকীর্ণ না হলেও রাস্তায় যথেষ্ঠ পথচারীর উপস্হিতি ছিল, এরই মধ্যে কোথা থেকে একটি বাইক এসে মায়ের গলার চেইন টান দিয়ে ছিড়ে নেয়, তবে মা-মেয়েও ছেড়ে দেবার পা্ত্রী নয়, ওমনি মা চলন্ত বাইকের ছিনতাইকারীকে টেনে ধরে, বাইক চালক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়,
Read more: যেভাবে ছিনতাইকারী ধরে ফেললো মা-মেয়ে (ভিডিও সহ)
নাম তার কে ভেঙ্কট রত্না রেড্ডি। বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। প্রেমিক হিসেবে তিনি পাক্কা। গুনে গুনে সাড়ে তিনশ নারীর সঙ্গে প্রেম করছেন। প্রেম করেই ক্ষান্ত দেননি, সবাইকে বিয়ের ফাঁদেও ফেলেছেন।
মায়ের দ্বিতীয় বিয়েতে কোনো রাকঢাক নেই সন্তানের। নেই কোনো অভিমান। বরং সমাজের তোয়াক্কা না করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সগর্বে বিয়ের শুভ কামনা জানিয়ে পোস্ট দিয়ে জানান দিয়েছেন ছেলে। পোস্টে বলা হয়েছে- ’মা খুশি থাকুন, সুখে বিবাহিত জীবন কাটান, শুধু এইটুকুই চাই।’
১ কোটি ৭১ লাখ জনসংখ্যার দেশটির নাম নেদারল্যান্ডস। তবে দেশটির কোনো জেলখানায় গরু খোঁজা করেও আপনি একজনও কয়েদির সন্ধান পাবেন না। সোজা কথা হচ্ছে, বর্তমানে দেশটির কারারক্ষীদের হাতে ’মাছি মারা’ ছাড়া আর কাজ নেই বলা যায়।